আজ রবিবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দলবদল শুরু। দেড় মাসব্যাপী দলবদলে অংশ নেবেন স্থানীয় ও বিদেশি ফুটবলাররা।
সমঝোতার ভিত্তিতে বাতিল হওয়া গত মৌসুমে খেলা ফুটবলাররা এবার নিজ নিজ ক্লাবে খেলবেন। তাই ঘটা করে দলবদলের দৃশ্য এবার আর দেখা যাবে না।
আগের মৌসুমের চুক্তি অনুযায়ী আসন্ন মৌসুমে ক্লাব থেকে ৩৫ ভাগ অগ্রিম পাবেন ফুটবলাররা।
এদিকে চারটি ক্লাব তাদের ১৭ জন ফুটবলারকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরা হলেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার ওমর ফারুক মিঠু ও ফয়েজ আহমেদ, ডিফেন্ডার জাহাঙ্গীর আলম সজিব ও হাকিম বিশ্বাস, ফরোয়ার্ড নিহাত জাহান উচ্ছাস, গোলকিপার মাকসুদুর রহমান।
শেখ রাসেল ক্রীড়া চক্রের মিডফিল্ডার রফিকুল ইসলাম ও গোলকিপার নুর মোহাম্মদ। সাইফ স্পোর্টিংয়ের ফরোয়ার্ড মেহেবুব হাসান নয়ন ও কাফসুত তাইউস, ডিফেন্ডার নাজমুল হোসেন আকন্দ।
আরামবাগ ক্রীড়া সংঘের ডিফেন্ডার দিদারুল হক ও আবু সুফিয়ান জাহিদ, মিডফিল্ডার আবদুল বাতেন কোমল ও তুহিন, ফরোয়ার্ড তৌহিদুল আলম তৌহিদ এবং গোলকিপার উত্তম বড়ুয়া।